OrdinaryITPostAd

সাধারন জাবেদার বিবেচ্য বিষয়

জাবেদাঃ

লেনদেন সংঘটিত হওয়ার পর তা চিহ্নিত করে দুই তরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয়, তাকেই প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বলে।

জাবেদা প্রস্তুত অনেকটাই ডেবিট ক্রেডিট নির্ণয়ের মত। তবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলেও জাবেদা সঠিক ভাবে করতে পারা যাবে না যদি কিছু বিষয় সম্পর্কে জানা না থাকে। তাই জাবেদা সঠিক ভাবে করতে প্রয়োজন হয় কিছু বিষয় জানার। জাবেদার এই বিষয়গুলি নিয়েই আজকের আলোচনা।

১. পণ্য ,চেক, মাল প্রভৃতি নামে কোন হিসাব হবে না।
২. পণ্য ক্রয় ও বিক্রয়ে নাম থাকলে বাকিতে গণ্য হবে। কিন্তু নামের সাথে নগদ, চেক, ব্যাংক প্রভৃতি থাকলে বাকিতে হবে না।
৩. বাকিতে ক্রয় বা বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ না থাকলে পাওনাদার ও দেনাদার লিখতে হবে।
৪. ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত এর ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় বা বিক্রয় হয়েছিল ধরতে হবে।
৫. সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন বা পুরাতন লেখা যাবে না।
৬. সাধারনত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনভাবেই হিসাব খোলা যাবে না।
৭. যেকোনো প্রয়োজনে পণ্য ব্যাবহার করলে তা ক্রয় হিসাবকে হ্রাস করবে।
৮. উত্তোলন প্রতিষ্ঠান থেকে করলে উত্তোলন বুঝায়, উত্তোলন ব্যাংক থেকে করলে উত্তোলন বুঝায় না।
৯. প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে সুবিধা নিলে তা মূলধন, মালিক প্রতিষ্ঠান থেকে সুবিধা নিলে তা উত্তোলন হবে।
১০.অর্থ বা টাকা, পণ্য বা সম্পদ চুরি বা নষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাবে লিখতে হবে।
১১. ব্যাংক সুদ সবসময় ব্যাংক হিসাবকে প্রভাবিত করবে।
১২. সম্পদের ব্যবহার জনিত মূল্য হ্রাস কে অবচয় এবং সম্পদের বদলে পুঞ্জিভুত আবচয় লিখতে হবে। সম্পদকে ক্রেডিট না করে পুঞ্জিভুত অবচয় (সম্পদ) হিসাব ক্রেডিট করতে হবে।
১৩. চেক সব সময় ব্যাংক হিসাবকে প্রভাবিত করবে কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না।
১৪. দেনা-পাওনা নিস্পত্তির সময় প্রাপ্ত বাট্টা বা প্রদত্ত বাট্টা পাওনাদার ও দেনাদার হিসাবকে প্রভাবিত করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪