OrdinaryITPostAd

আয় || Revenue


আয়ঃ (Revenue)

পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে অর্থ বা সমমূল্যের কিছু উপার্জন করে তাকে আয় বলে। হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে বিক্রয় থেকে সকল প্রকার ব্যয় বাদ দেয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে আয় বলে। এই আয় বা মুনাফার জন্যেই ব্যবসায় করা হয়।
[দ্রষ্টব্যঃ আয় অনেক সময় সম্পদ, দায়, ও লাভ/মুনাফা হিসেবেও গণ্য হয়।] 

আয় শ্রেণির হিসাবসমুহঃ

  • বিক্রয় হিসাব
  • বিক্রয় ফেরত/ আন্তঃ ফেরত হিসাব
  • প্রাপ্ত ভাড়া হিসাব
  • প্রাপ্ত কমিশন হিসাব
  • প্রাপ্ত সুদ হিসাব
  • প্রাপ্ত বাট্টা হিসাব
  • শিক্ষানবিশ সেলামি

আয় যখন সম্পদঃ (Assets)

যে আয়ের সুবিধা প্রদান করা হয়েছে কিন্তু এখনো মূল্য পাওয়া যায় নি সেই আয় কে সম্পদ বলে। যেমন: ধারে বিক্রয় ইত্যাদি।

আয় যখন দায়ঃ (Liability)

যে আয়ের সুবিধা এখনো প্রদান করা হয়নি কিন্তু মূল্য পাওয়া গেছে সেই আয়কে দায় বলে। যেমন:  পণ্য বিক্রয়ের জন্য অগ্রিম টাকা গ্রহন ইত্যাদি।

আয় যখন লাভ/মুনাফাঃ (Profit)

যে আয়ের ফলে মালিকানা স্বত্বের বৃদ্ধি ঘটে তাকে মুনাফা বা লাভ বলে। যেমনঃ নিট মুনাফা ইত্যাদি।

ডেবিট-ক্রেডিট নির্ণয়ঃ

আয় কমলে..... ডেবিট
     আয় বাড়লে...... ক্রেডিট

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪