OrdinaryITPostAd

ব্যয় || Expenses


ব্যয়ঃ (Expense)

পণ্যদ্রব্য ,সেবা বা সুবিধা গ্রহণের জন্য যে টাকা প্রদান করতে হয় তাকে ব্যয় বলে। তবে হিসাব বিজ্ঞানের ভাষায় মুনাফা অর্জনের উদ্দশে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে অর্থ ত্যাগ করে তাকে ব্যয় বলে। সাধারণ ব্যয় গুলো হল: ক্রয়, পরিবহন, ভাড়া, মজুরি, বেতন, বিজ্ঞাপন ইত্যাদি।

[দ্রষ্টব্যঃ ব্যয় অনেক সময় সম্পদ, দায়, খরচ ও ক্ষতি হিসেবেও গণ্য হয়।]

ব্যয় শ্রেণির হিসাবসমুহঃ

  • ক্রয় হিসাব
  • ক্রয় ফেরত/ বহি: ফেরত হিসাব
  • বেতন হিসাব
  • মজুরি হিসাব
  • পরিবহন খরচ হিসাব
  • মনিহারি হিসাব
  • অবচয় হিসাব
  • বিজ্ঞাপন হিসাব
  • বিমা হিসাব
  • ভাড়া হিসাব
  • কর ও অভিকর হিসাব
  • কুঋণ হিসাব
  • প্রদত্ত বাট্টা
  • প্রদত্ত কমিশন হিসাব
  • প্রদত্ত সুদ হিসাব

ব্যয় যখন সম্পদঃ (Assets)

যে ব্যয়ের সুবিধা এখনো ভোগ করা হয়নি কিন্তু মূল্য পরিশোধ করা হয়েছে সেই ব্যয় কে সম্পদ বলে। যেমন: অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, পণ্য ক্রয়ের জন্য অগ্রিম টাকা প্রদান ইত্যাদি।

ব্যয় যখন দায়ঃ (Liability)

যে ব্যয়ের সুবিধা ভোগ হয়েছে কিন্তু এখনো মূল্য পরিশোধ করা হয় নি সেই ব্যয় কে দায় বলে। যেমন: বকেয়া বেতন, বকেয়া বিল, বকেয়া মজুরি ইত্যাদি।

ব্যয় যখন খরচঃ (cost)

যে ব্যয়ের সুবিধা ভোগ করা হয়েছে বা যে অংশ ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জিত হয়েছে সে অংশকেই খরচ বলে। স্বাভাবিকভাবে ব্যয় কেই খরচ হিসেবে ধরা হয়। যেমন: বেতন প্রদান, ভাড়া প্রদান, মজুরি প্রদান ইত্যাদি।

ব্যয় যখন ক্ষতিঃ (Loss)

যে ব্যয় মেয়াদোত্তীর্ণ হয়েছে কিন্তু কোনো সুবিধা পাওয়া যায় নি তাকে ক্ষতি বলে। যেমন: আগুনে পুড়ে ক্ষতি, চুরি, দুর্ঘটনায় ক্ষতি ইত্যাদি।

ডেবিট-ক্রেডিট নির্ণয়ঃ

ব্যয় বাড়লে..... ডেবিট
     ব্যয় কমলে...... ক্রেডিট

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪