OrdinaryITPostAd

ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সহজ নিয়ম


ডেবিট-ক্রেডিটঃ

ডেবিট (Debit) মানে সুবিধা গ্রহীতা
ক্রেডিট (Credit) মানে সুবিধা দাতা

দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি "দ্বৈত সত্তা" অনুযায়ী প্রত্যেকটি লেনদেন কে দুইটি হিসাবে লিখতে হয়। যার একটি ডেবিট ও একটি ক্রেডিট করতে হয়। এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট টাকা লিখার জন্য সমান টাকার ক্রেডিট লিখতে হবে। ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয়।

ডেবিট-ক্রেডিট নির্ণয়ের ধাপঃ

হিসাবের শ্রেণী জানলে খুব সহজেই হিসাবের ডেবিট/ক্রেডিট নির্ণয় করা যায়।
হিসাব ৫ প্রকার। যেমন: ১. ব্যয় ২. সম্পদ ৩. আয় ৪. দায় ৫. মালিকানা সত্ত্ব।

১. প্রথমে প্রতিটি লেনদেন থেকে দুটি হিসাব নির্ণয় করতে হয়।
২. এজন্য হিসাবের নাম জানতে হয়।
৩. এরপর হিসাবের নাম দুটির শ্রেণী নির্ণয় করতে হবে।
৪. তারপর তা হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে তা নির্ণয় করতে হবে।

ব্যয়, সম্পদ শ্রেণির সকল হিসাবঃ

বৃদ্ধি পেলে ডেবিট
    হ্রাস পেলে ক্রেডিট

আয়, দায়, মালিকানা স্বত্ব শ্রেণির হিসাবঃ

হ্রাস পেলে ডেবিট
    বৃদ্ধি পেলে ক্রেডিট

'বস আদম' এর সাহায্যে সহজেই ডেবিট-ক্রেডিট নির্নয়ঃ

বস = ব্যয় + সম্পদ *ব্যয়, সম্পদ শ্রেণির সকল হিসাব

বৃদ্ধি পেলে ডেবিট
হ্রাস পেলে ক্রেডিট

আদম = আয় + দায় + মালিকানা স্বত্ব *আয়, দায়, মালিকানা স্বত্ব শ্রেণির হিসাব উল্টা অর্থাৎ

হ্রাস পেলে ডেবিট
বৃদ্ধি পেলে ক্রেডিট

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪